Tui Valo Na Meye is a beautiful song. Tui Valo Na Meye song is sung by Meraj Tushar. Also lyrics composed by Meraj Tushar, and Music composed by Meraj Tushar.Here you will find lyrics of Tui Valo Na Meye song.
Tui Valo Na Meye Lyrics
ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।
আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।
ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
Also, Read:
- You can watch movie online free from movierules
- Get latest movie top movies and download – pagalworld
- Watch movie online – moviesda
- You can download movie from filmciti.com
- The most popular movie hit movies from free online hdmediahub.org
- How to download full movie online from filmnagar.xyz
- All time super hit movies from free online hdmediahub.xyz